Posts

Showing posts from May, 2020

হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ রাখতে বলল ডব্লিউএইচও

Image
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকে সংস্থার পক্ষ থেকে মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার এই সিদ্ধান্ত জানিয়েছেন। করোনাভাইরাস সংক্রমিত রোগীর চিকিৎসায় কোনো ওষুধ না থাকার কারণে বিদ্যমান নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা, যার ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের। তবে এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্কবার্তা দিয়েছিল। এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছিল। কিন্তু এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিনি নিয়মিতই হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছেন। তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ট্যাবলেটটি কোভিড-১৯ রোগীদের সেবন করানো স্থগিত রাখতে বলল। গেব্রিয়েসুস বল

আরও মহামারি ‘আসছে’

Image
করোনাভাইরাস মহামারিই শেষ নয়। বরং এই ভাইরাস অদূর ভবিষ্যতে মহামারির কারণ হতে পারে এমন অনেক ভাইরাসের অস্তিত্বের জানান দিয়েছে দাবি চীনের শীর্ষ পর্যায়ের এক ভাইরোলোজিস্টের। করোনাভাইরাসের উৎসস্থল বাদুড় কি-না এটা নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া ভাইরাস বিশেষজ্ঞ শি জেনগ্লি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারের মোদ্দা কথা- এটা কেবল শুরু। প্রাণীবাহিত এমন অনেক ভাইরাস আবিষ্কারের ‘দ্বারপ্রান্তে রয়েছে’ মানবজাতি। আর কভিড-১৯ এর মতো এসব মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আরও বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন শি জেনগ্লি। যদিও অনেকের অভিযোগ, চলমান করোনা সংকটের পেছনে তার দেশ চীনেরই হাত রয়েছে। আলোচিত উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি’র উপপরিচালক হিসেবে দায়িত্বে থাকা শি জেনগ্লি বাদুড় নিয়ে গবেষণা করে সংবাদমাধ্যমে ‘বাদুড় নারী’ হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। তার মতে, ভাইরাস নিয়ে যেসব গবেষণা চলছে সেসবে দেশগুলোর সরকার ও বিজ্ঞানীদের উদার থাকা দরকার, সহযোগিতা বাড়ানো দরকার। বিজ্ঞানে রাজনীতি ঢুকিয়ে দেওয়াটা ‘খুবই অনুতাপের’ বিষয় বলে উল্লেখ করেন তিনি। “আমরা যদি পরবর্তী ভয়াবহ রোগ থেকে মানবজাতিকে রক্ষা করতে চাই, তাহলে

বিজেপির দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে অনলাইনে

Image
বিজেপির  দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে  অনলাইনে  করোনা ভাইরাসের জেরে গোটা দেশ জুড়ে লকডাউন। তার মাঝেই কেন্দ্রে ক্ষমতায় আসার দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তিতে উদযাপনে মেতেছে বিজেপি। যদিও পুরোটাই হবে অনলাইনে। ভার্চুয়াল মিটিং থেকে শুরু করে ভার্চুয়াল মিছিল সবই করা হবে অনলাইনে। জানানো হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। মঙ্গলবার মোট ৭৫০টি ভার্চুয়াল মিছিল করবে বিজেপি। এছাড়াও আয়োজন করা হবে ১০০০টি ভার্চুয়াল কনফারেন্সের। এই কনফারেন্সে যোগ দেবেন কেন্দ্র ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব। অনলাইনেই এবছর উৎসব পালন করবে বিজেপি বলে জানানো হয়েছে। দেশের ১০ কোটি পরিবারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা চিঠি পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা। ভারতকে আত্মনির্ভর করে তোলার বার্তা দিয়ে এই চিঠি লেখা হয়েছে। বার্তা দেওয়া হয়েছে কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে। সরকারের পাশে থেকে সাহায্য করার আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১২ই মে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন মোদী। জানিয়ে ছিলেন দেশের সম্পদের, লোকবলের, তাদের ক্ষমতার কথা। দেশের অর্থনীতির ক্ষমতা রয়েছে জেগে ওঠার বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।