বিজেপির দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে অনলাইনে



বিজেপির দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তি উদযাপন হবে অনলাইনে 


করোনা ভাইরাসের জেরে গোটা দেশ জুড়ে লকডাউন। তার মাঝেই কেন্দ্রে ক্ষমতায় আসার দ্বিতীয় দফার প্রথম বর্ষপূর্তিতে উদযাপনে মেতেছে বিজেপি। যদিও পুরোটাই হবে অনলাইনে। ভার্চুয়াল মিটিং থেকে শুরু করে ভার্চুয়াল মিছিল সবই করা হবে অনলাইনে। জানানো হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। মঙ্গলবার মোট ৭৫০টি ভার্চুয়াল মিছিল করবে বিজেপি। এছাড়াও আয়োজন করা হবে ১০০০টি ভার্চুয়াল কনফারেন্সের। এই কনফারেন্সে যোগ দেবেন কেন্দ্র ও রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব। অনলাইনেই এবছর উৎসব পালন করবে বিজেপি বলে জানানো হয়েছে।



দেশের ১০ কোটি পরিবারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে লেখা চিঠি পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা। ভারতকে আত্মনির্ভর করে তোলার বার্তা দিয়ে এই চিঠি লেখা হয়েছে। বার্তা দেওয়া হয়েছে কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে। সরকারের পাশে থেকে সাহায্য করার আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১২ই মে আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিলেন মোদী। জানিয়ে ছিলেন দেশের সম্পদের, লোকবলের, তাদের ক্ষমতার কথা। দেশের অর্থনীতির ক্ষমতা রয়েছে জেগে ওঠার বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

Comments

Popular posts from this blog

আরও মহামারি ‘আসছে’

হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া বন্ধ রাখতে বলল ডব্লিউএইচও